ইন্ডাস্ট্রিতে মেধাবীদের পদচারনায় মুখরিত করতে কাজ করছে প্রফেশনাল ট্রেইনিং প্রতিষ্ঠান “উইট ইন্সটিটিউট”। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, CCNA এর মতো ইন্ডাস্ট্রি ডিমান্ড কোর্সগুলো ছাড়াও প্রতি সপ্তাহে ফ্রি সেমিনার এবং ট্রেইনিং করিয়ে হাজারো মানুষের ক্যারিয়ার গড়ার কারিগর হিসেবে কাজ করছে উইট ইন্সটিটিউট। স্টুডেন্টদের যত্ন নিয়ে হাতে ধরে স্কিলফুল করে তোলা এবং বেকারত্ব নিরসন করে স্মার্ট বাংলাদেশে অগ্রনী ভুমিকা রাখাই উইট ইন্সটিটিউটের মূল লক্ষ্য।