Eastern University Logo

Eastern University

ড্রাইভার (বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার)

Application Deadline: Dec 13, 2025
Summary
Published: Dec 03, 2025 Vacancy: 2 Gender: No Preference
Age: Not Specified Career Level: Entry Level Experience: 5 Year
Salary: Tk. 20000 - 25000 (Monthly) Location: Dhaka
Requirements

Education


  • JSC/JDC/8 pass
  • Secondary

Experience


  • 5 Year

Additional Requirements

  • 5 to 10 years → ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • The applicants should have experience in the following business area(s): Transportation → প্রার্থীদের অবশ্যই পরিবহন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

 
 

Skills



Responsibilities & Context

দায়িত্ব ও কর্তব্য :

  • ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অফিসিয়ালদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গাড়ি চালানো এবং নির্ধারিত সিডিউল অনুযায়ী দায়িত্ব পালন করা।

  • যাত্রীদের অগ্রাধিকার দিয়ে সতর্কভাবে গাড়ি চালানো ও সঠিকভাবে পার্কিং নিশ্চিত করা।

  • ট্রাফিক আইন সম্পূর্ণভাবে মেনে চলা।

  • গাড়ি চালানোর সময় ধূমপান বা কোনো ধরনের মাদক গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ।

  • ড্রাইভিং চলাকালে যাত্রীদের সাথে কোনো রকম অশোভন আচরণ করা যাবে না।

  • বাহিরের যাত্রী বা ভাড়ার বিনিময়ে যেকোনো মালামাল বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ—এ বিষয়ে অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে বহিষ্কারসহ আর্থিক জরিমানা আরোপ হতে পারে।

  • যে কোনো সময় কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী গাড়ি ব্যবহারের আদেশ পালন করতে হবে।

  • রিকুইজিশন বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার করা যাবে না।

  • রাস্তার অবস্থা ও প্রয়োজন বিবেচনা করে ভ্রমণের রুট ও পরিকল্পনা নির্ধারণ করতে হবে।

  • গাড়ির খুচরা যন্ত্রাংশ, মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ভালো ধারণা রাখা প্রয়োজন।

  • প্রতিদিন নির্ধারিত স্থানে গাড়ি পরিষ্কার অবস্থায় পার্কিং করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/নিরাপত্তা কর্মকর্তার নিকট গাড়ি হস্তান্তর ও চাবি জমা দিতে হবে।

  • ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ইন্সুরেন্স ও ফিটনেসসহ সব প্রয়োজনীয় কাগজপত্র গাড়িতে সংরক্ষণ করতে হবে।

  • প্রতিষ্ঠানিক প্রয়োজনে দীর্ঘ সময় অথবা অতিরিক্ত সময়ে কাজ করতে প্রস্তুত থাকতে হবে।

  • প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী অন্যান্য গাড়ি (প্রাইভেট কার, এসি/নন-এসি বাস ইত্যাদি) চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে।

  • ড্রাইভার হিসেবে দায়িত্ব পালনকালে আপনার কারণে গাড়ির ক্ষতি হলে, তদন্ত সাপেক্ষে দায়ভার আপনাকেই নিতে হবে।

গাড়ির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ–সংক্ষেপে:

  • গাড়ি সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা।

  • নিরাপত্তা বিষয়ক সকল বিষয় গুরুত্বসহকারে নিশ্চিত করা।

  • প্রতিদিন অফিসে এসে ইঞ্জিন, গ্যাস/তেল, পানি, রেডিয়েটর, ব্যাটারি, টায়ার ও প্রয়োজনীয় সরঞ্জাম পরীক্ষা করা।

  • লুব/ইঞ্জিন অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করে প্রয়োজন হলে পূরণ করা।

  • ব্রেক ও ক্লাচের কার্যকারিতা যাচাই করা।

  • গাড়ির লাইট, টায়ারের অবস্থা, স্পেয়ার টায়ারসহ অন্যান্য অংশ পরীক্ষা করা।

  • কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত জানিয়ে নিয়ম অনুযায়ী মেরামতের ব্যবস্থা করতে সহায়তা করা।

  • প্রতি মাসে রক্ষণাবেক্ষণ/মেরামতের তালিকা, কিলোমিটার রেকর্ড ও খরচের হিসাব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদান করা।

  • ইন্সুরেন্স ও রেজিস্ট্রেশন নবায়নের সময় ও খরচ সম্পর্কে কর্মকর্তাকে অবহিত করা এবং সংশ্লিষ্ট কাজে সহায়তা করা।

  • প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সহযোগিতা করা।

গাড়ির লগ বুক ব্যবহারের নিয়ম :

  • দৈনিক অফিসিয়াল ভ্রমণ, গ্যাস ব্যবহার, তেল পরিবর্তনসহ অন্যান্য তথ্য নিয়মিতভাবে লগবুকে লিখতে হবে।

  • ভ্রমণ শেষে যাত্রীর স্বাক্ষর নিতে হবে এবং প্রতিদিন/সাপ্তাহিক/মাসিক হিসাব অনুযায়ী লগবুক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিতে হবে।

  • প্রয়োজন অনুযায়ী উচ্চপদস্থ কর্মকর্তার যেকোনো নির্দেশ পালন করতে হবে।


Compensation & Other Benefits
  • Salary Review: Half Yearly
  • Lunch Facilities: Partially subsidize
  • Festival Bonus: 1

Other Benefits


  • Medical Allowance, Provident Fundমেডিকেল ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড সুবিধা।

  • Festival Bonus: 2বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।

 
 

Work Place

Work from Office

Employment Status

Type: Full Time/Permanent

Job Location

Dhaka

Read Before Apply

Read Before Apply 

আবেদনকারীদের ইস্টার্ন ইউনিভার্সিটির নির্ধারিত আবেদন ফর্ম ব্যবহার করে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
আবেদন ফর্ম পাওয়া যাবে: https://www.easternuni.edu.bd/career অথবা ইস্টার্ন ইউনিভার্সিটির মানবসম্পদ বিভাগ (রুম #২০৮) থেকে।
শুধুমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্ম ছাড়া দাখিল করা আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। খামের উপর অবশ্যই পদের নাম প্রাইভেটকার ও মাইক্রোবাস ড্রাইভার অথবা বাস ড্রাইভার উল্লেখ করতে হবে।


Apply Procedure (Hard Copy)

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম পূরণ করে শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং একটি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে।
আবেদন ফর্ম পাওয়া যাবে: https://www.easternuni.edu.bd/career অথবা মানবসম্পদ বিভাগ, রুম #২০৮বি।
খামের ওপরে প্রাইভেটকার ও মাইক্রোবাস ড্রাইভার অথবা বাস ড্রাইভার পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
মানব সম্পদ বিভাগ, ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস, সড়ক ৬, ব্লক-বি, আশুলিয়া মডেল টাউন, খাগান, বিরুলিয়া, সাভার, ঢাকা-১২১৬।

Company Information
Company Name: Eastern University

Address: Road 6, Block B, Ashulia Model Town Savar, Dhaka-1216, Bangladesh. +8809602666651, +8809602666652 [email protected]


Business Type : Education Institute

সতর্কীকরণ-বিজ্ঞপ্তি

এই চাকরির বিজ্ঞাপনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যদি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ দাবি করে, অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, তবে অনুগ্রহ করে অবিলম্বে আমাদেরকে জানান অথবা সংশ্লিষ্ট জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য BDJobs Live কাউকে কোন ব্যক্তিগত বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে উৎসাহিত করে না। কোন ধরনের অর্থ লেনদেনের দায় BDJobs Live বহন করবে না।